Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Current Affairs Bengali PDF 25 October 2021

Welcome to Studymamu Current Affairs Bengali section. Get Daily Current Affairs in Bengali 2021 for WBPSC, IAS / PCS, Banking, IBPS, SBI, RBI, SSC, Railway , WBP and other competitive exams.

Daily Current Affairs Bengali PDF

(ক্যারেন্ট অ্যাফেয়ার্স )

Q.1. সম্প্রতি ভারতের ভূ স্থানিক শক্তি মানচিত্র কে চালু করেছে ?

A. NITI Aayog
B. ISRO
C. Google Maps
D. এর কোনোটিই নয়

A. NITI Aayog

National Institution for Transforming India

গঠিত : 1 জানুয়ারি 2015
সদর দপ্তর : নয়াদিল্লি
চেয়ারপারসন : নরেন্দ্র মোদি
ভাইস চেয়ারপার্সন : রাজীব কুমার
CEO : অমিতাভ কান্ত

Indian Space Research Organisation

প্রতিষ্ঠিত : 15 আগস্ট 1969
সদরদপ্তর : বেঙ্গালুরু
পরিচালক : কে সিভান
প্রতিষ্ঠিত : বিক্রম সারাভাই

 

Q.2. সম্প্রতি ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন (ISPA) – এর প্রথম চেয়ারম্যান কে হয়েছেন ?

A. রাহুল ভাটস
B. জয়ন্ত পাতিল
C. সহদেব যাদব
D. এর কোনোটিই নয়

B. জয়ন্ত পাতিল

 

Q.3. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রেশন আপকে কে দ্বার প্রকল্প শুরু হয়েছে ?

A. রাজস্থান
B. উত্তর প্রদেশ
C. মধ্যপ্রদেশ
D. এর কোনোটিই নয়

C. মধ্যপ্রদেশ

রাজধানী : ভোপাল
মুখ্যমন্ত্রী : শিবরাজ সিং চৌহান
গভর্নর : মাঙ্গুভাই ছগনভাই প্যাটেল

 

Q.4. সম্প্রতি কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল বৈদ্যুতিক রান্নায় শীর্ষে রয়েছে ?

A. দিল্লি ও হরিয়ানা
B. মহারাষ্ট্র ও গোয়া
C. দিল্লি ও তামিলনাড়ু
D. এর কোনোটিই নয়

C. দিল্লি ও তামিলনাড়ু

 

Q.5. সম্প্রতি কোন দেশে COVID-19 এর ডেল্টা ভেরিয়েন্ট AY4.2 এর প্রথম ঘটনা পাওয়া গেছে ?

A. ইতালি
B. ইজরায়েল
C. ফ্রান্স
D. এর কোনোটিই নয়

B. ইজরায়েল

রাজধানী : জেরুজালেম
প্রধানমন্ত্রী : লাফতালি বেনেট
রাষ্ট্রপতি : ঈশাক হারজোগ

 

Q.6. সম্প্রতি জাতীয় পুলিশ স্মরণ দিবস কবে পালিত হয়েছে ?

A. 20 অক্টোবর
B. 21 অক্টোবর
C. 19 অক্টোবর
D. এর কোনোটি নয়

B. 21 অক্টোবর

 

Q.7. সম্প্রতি কোন দেশ আবার সাবমেরিন থেকে একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ?

A. অস্ট্রেলিয়া
B. উত্তর কোরিয়া
C. দক্ষিণ কোরিয়া
D. এর কোনোটিই নয়

B. উত্তর কোরিয়া

 

Q.8. সম্প্রতি কোন রাজ্য আদিবাসী অযোধ্যার তীর্থযাত্রার জন্য 5000 টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে ?

A. হরিয়ানা
B. ঝাড়খন্ড
C. গুজরাট
D. এর কোনোটিই নয়

C. গুজরাট

 

Q.9. সম্প্রতি কোন সংস্থা ইন্ডিয়া গ্রীন এনার্জি অ্যাওয়ার্ড জিতেছে ?

A. Bajaj
B. Hero
C. TVS Motor
D. এর কোনোটিই নয়

C. TVS Motor

 

Q.10. সম্প্রতি কোন দেশের প্রাক্তন টেস্ট ক্রিকেট আম্পায়ার ফ্রেন্ড গুডঅল প্রয়াত হলেন ?

A. ইংল্যান্ড
B. নিউজিল্যান্ড
C. অস্ট্রেলিয়া
D. এর কোনোটিই নয়

B. নিউজিল্যান্ড

Read also :-

GK (General Knowledge) এর এই বিভাগটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ জ্ঞানের এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। বেশিরভাগ প্রার্থী ইন্টারনেটে কারেন্ট অ্যাফেয়ার্স অনুসন্ধান করেন। হাজার হাজার GK ওয়েবসাইট আছে কিন্তু এটি সেরা ওয়েবসাইট যেখানে আপনি বিনামূল্যে বাংলা ভাষায় প্রতিযোগিতামূলক পরীক্ষার সকল সাম্প্রতিক বিষয়গুলি খুঁজে পেতে পারেন। তাই বাংলা ভাষায় সর্বশেষ সাম্প্রতিক বিষয়গুলি জানতে আমাদের সাইটে ভিজিট করতে থাকুন

Download PDF

Please wait..
If the download didn’t start automatically, click here.

Leave a reply