Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলি কী কী?

প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলি কী কী?

প্রাকৃতিক পরিবেশ কাকে বলে

প্রকৃতি নিজে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রতিটি জীবের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে উপাদানগুলি তৈরি করেছে, সেই উপাদানগুলির সমষ্টিকে প্রাকৃতিক পরিবেশ বলে।

প্রাকৃতিক পরিবেশের উপাদান

প্রাকৃতিক পরিবেশের দুটি প্রধান উপাদান আছে। যেমন—

(১) সজীব উপাদান

ইংরেজি ভাষান্তরে একে বায়ােটিক কমপােনেন্ট (Biotic Component) বা লিভিং কমপােনেন্ট বলে। যেমন- ছত্রাক, ব্যাকটিরিয়া, মাছ, ব্যাং, বিভিন্ন কীট-পতঙ্গ, শ্যাওলা, গাছপালা ইত্যাদি। এই উপাদানগুলির জীবন আছে তাই এরা সজীব উপাদান।

(২) জড় উপাদান

ইংরেজিতে জড় উপাদানকে আবায়ােটিক কমপােনেন্ট (Abiotic Component) বা “নন-লিভিং কমপােনেন্ট” বলে। যেমন- আলাে, জল, বিভিন্ন গ্যাস, মাটি, তাপমাত্রা ইত্যাদি। এই উপাদানগুলির প্রাণ নেই, কিন্তু জীবন ধারণে সাহায্য করে। তাই এরা জড় উপাদান।

কয়েকটা উদাহরণের সাহায্যে প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে আমাদের ধারণাকে আর একটু পরিষ্কার করে নিতে পারি।

(১) পুকুর বা হ্রদের প্রাকৃতিক পরিবেশ

পুকুর বা হ্রদ হল মাটি দিয়ে মােড়া, জলে ভরা একটা নীচু জায়গা। সাধারণভাবে মাপে ছােটো হলে পুকুর আর বিরাট বড়াে হলে হ্রদ। এই জলে দ্রবীভূত রয়েছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাস। তা হলে এই মাটি, জল ও গ্যাস। হল পুকুর বা হ্রদের প্রাকৃতিক পরিবেশের জড় উপাদান।

এখন, পুকুরের জলে যে জলজ উদ্ভিদ, শ্যাওলা রয়েছে, তারা সূর্যের আলােয় নিজেদের খাবার তৈরি করে বেঁচে আছে। অক্সিজেন জোগান দিচ্ছে। কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে। ফলে জলের স্বাভাবিক গুণমান নষ্ট হচ্ছে না। সে কারণে ছােটো মাছ, বড়াে মাছ, ব্যাং, সারসের পক্ষে ওই জলকে আশ্রয় করে বেঁচে থাকা কোনাে সমস্যা নয়। তা ছাড়া, খাদ্যের জন্য রয়েছে জলজ উদ্ভিদ, শ্যাওলা, গেঁড়ি, গুগলি, বড়াে মাছের জন্য ছােটো মাছ, । সুতরাং জল, উদ্ভিদ, শ্যাওলা, ছােটো মাছ, বড়াে মাছ, ব্যাং, সারস এরা হল ওই পুকুর বা হ্রদের সজীব উপাদান। আর এই জড় এবং সজীব উপাদান সবাই মিলে তৈরি করেছে পুকুর বা হ্রদের প্রাকৃতিক পরিবেশ। তাই প্রাকৃতিক পরিবেশ একটা সামগ্রিক ব্যাপার।

সুতরাং, পুকুর বা হ্রদের প্রাকৃতিক পরিবেশ = মাটি + জল + দ্রবীভূত গ্যাস + জলজ উদ্ভিদ + জলজ প্রাণী।

(২) মরুভূমির প্রাকৃতিক পরিবেশ

ভূপৃষ্ঠের যেসব জায়গায় বৃষ্টিপাত খুব কম, ধু-ধু প্রান্তরে মাইলের পর মাইল শুধু বালি আর পাথরের টুকরােয় ভরতি, দিনের বেলা প্রচণ্ড গরম আর রাতের বেলা বেশ ঠান্ড, সেই অঞ্চলকে মরুভূমি বলে। তা হলে মরুভূমির প্রাকৃতিক পরিবেশের জড় উপাদান হল বালি, পাথর, প্রচণ্ড তাপ, আর স্বল্প জল।

এখানে বৃষ্টি প্রায় হয় না বলে ছােটো ছােটো ঘাস আর কাটা জাতীয় গাছ জন্মায়। যেমন— ক্যাকটাস, অ্যাকেসিয়া। এই রুক্ষ ঝােপঝাড় থেকে খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে উট, ঘােড়া, ভেড়া প্রভৃতি প্রাণী। আর এই প্রাণীদের প্রতিপালন করে জীবিকা নির্বাহ করে সৌদি আরবের বেদুইন, কালাহারি মরুভূমির বুশম্যান, লিবিয়ার মরুভূমির বারবার, রাজস্থানের বানজারা প্রভৃতি উপজাতির লােকজন। তা হলে মরুভূমির সজীব প্রাকৃতিক উপাদান হল কাটা জাতীয় ঝােপ, উট, ভেড়া, অন্যান্য জীবজন্তু।

সুতরাং, মরুভূমির প্রাকৃতিক পরিবেশ = বিপুল বালি + স্বল্প জল + প্রচুর সূর্যালােক + প্রচণ্ড তাপ + নিকৃষ্ট গাছপালা + কষ্টসহিষ্ণু প্রাণী।

Leave a reply